নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট একটি জনসভার আয়োজন করা হয়।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক গীতা ভুঁইয়া, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার পান্ডা, যুব তৃণমূলের সভাপতি নিশিকান্ত কর, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স সহ আরো অনেকে।
যেখানে ব্রাত্য বসু বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “সব জায়গায় একটা আওয়াজ উঠেছে খেলা হবে। আমি বলছি সবং-এ খেলা হবে। আগামী দিনে আবার এখানে তৃণমূলের প্রার্থী জিতবে।” মানুষদেরকে সজাগ, সাবধান থাকতে তিনি বলেন।
আরও পড়ুনঃ হলদিয়া পুরসভার নতুন ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামাণিক
তিনি আরো বলেন যে বহিরাগতরা বাংলার মাটিতে কোনো দাগ কাটতে পারবে না। রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া বলেন, “গতকাল থেকে সবং ব্লক জুড়ে প্রায় সাড়ে ১২ হাজার বার্ধক্য ও বিধবা ভাতার টাকা ঢোকাতে শুরু করেছে রাজ্য সরকার। তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
আজকের সভায় প্রচুর সাধারণ কর্মী এবং মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবং তৃণমূলের ছিল,আগামীদিনে সবং তৃণমূলের থাকবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584