নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিজেপির পরিষদীয় দলের বৈঠক শেষে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ বোম্মাই-এর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ইয়েদুরাপ্পার পদত্যাগের পরে বড়সড় আশংকা দেখা দেয় লিংগায়েত সম্প্রদায়ের ভোট ব্যাংকে। সে ক্ষতি যাতে না হয় সেজন্য ফের মুখ্যমন্ত্রী পদে লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রার্থীকেই মুখ্যমন্ত্রী হিসেবে বাছতে হলো তাদের এমনটাই মত রাজনৈতিক মহলের। ইয়েদুরাপ্পা মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বোম্মাই। জানা গিয়েছে বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন তিনি।
Basavaraj S Bommai to be the next CM of Karnataka announces BJP observer for the state and Union Minister Dharmendra Pradhan pic.twitter.com/poNFhORUHq
— ANI (@ANI) July 27, 2021
আরও পড়ুনঃ ‘রাজ্যে আরও করোনা টিকা লাগবে’, প্রধানমন্ত্রীকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584