নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকল ব্লকের সারাংপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আসাদুল ইসলাম ওরফে কালু গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে থাকার পরেও গোপনে গোপনে তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট করিয়েছেন বলে অভিযোগ। এদিন ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হাজিকুল ইসলাম সহ সমস্ত দলের নেতৃত্বদের উপস্থিতিতে তাকে সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।
এর পাশাপাশি সারাংপুর অঞ্চলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বসির মোল্লাকে। এদিন ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম সহ ব্লক সভাপতি হাজিকুলের উপস্থিতিতে বহিষ্কার ও নতুন সভাপতির হাতে পত্র তুলে দেওয়া হল।
এদিনের অনুষ্ঠান শেষে অঞ্চলের প্রধানকে ৭ দিনের মধ্যে ইস্তফাও দিতে বলা হয়েছে। তা না হলে পরবর্তীতে দল তার ব্যবস্থা নেবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584