মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। এরই মধ্যে মৃত্যু হল একসঙ্গে ২০০ টিরও বেশি বাদুড়ের। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে বিহারের ভোজপুর জেলার আরায়।
সোমবার বিহারের আরা থেকে ৫৫ কিলোমিটার দূরে তারারির কাছে ২০০-র বেশি বাদুড়ের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই মঙ্গলবার প্রাণীসম্পদ বিভাগের ছ’জন চিকিৎসকের একটি দল ঘটনাস্থলে যান। কী কারণে মৃত্যু হল একসঙ্গে এতগুলো বাদুড়ের? এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রাণীসম্পদ আধিকারিক। মৃত বাদুড়গুলির লালারস সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুনঃ আশঙ্কাই সত্যি! কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে আক্রান্ত ১২ পুলিশ কর্মী
বাদুড়গুলি করোনায় আক্রান্ত হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যায়। তবে বার্ড ফ্লু-র সঙ্গেও বাদুড়ের মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বাদুড় স্তন্যপায়ী এবং এখনের মতো উচ্চ তাপমাত্রায় বার্ড ফ্লু সংক্রমণের খোঁজ মেলেনি বলে জানান প্রাণীসম্পদ বিভাগের আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584