বাটলা হাউস এনকাউন্টার মামলায় আরিজ খানকে ফাঁসির সাজা ঘোষণা

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাটলা হাউস এনকাউন্টার মামলায় ধৃত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গী আরিজ খানকে ফাঁসির সাজা শোনালো দিল্লির আদালত।

ariz khan | newsfront.co

২০০৮ সালের দিল্লির বাটলা হাউস এনকাউন্টারের ঘটনায় পুলিশ আধিকারিক মোহন চন্দ্র শর্মার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গী আরিজ খানকে প্রাণদণ্ডের নির্দেশ দিল দিল্লির আদালত।
উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা আরিজ খানকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ২০০৮ সালে ঘটনার পর থেকে ফেরার ছিল আরিজ। গত সপ্তাহে দোষী সাব্যস্ত হয় সে। ২০০৮ সালে দিল্লি, রাজস্থান, গুজরাট ও উত্তরপ্রদেশে সিরিয়াল ব্লাস্টের মাস্টারমাইন্ড ছিল এই আরিজ খান।

অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এটি আনসারী আরিজ খানের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থে ফাঁসির সাজার আবেদন জানান আদালতে।

আরও পড়ুনঃ এনসিসি আইন কখনওই রূপান্তরকামীদের অধিকার খর্ব করতে পারে না, রায় আদালতের

আরিজ খানের আইনজীবী এম এস খান আরিজের ফাঁসির সাজার বিরোধিতা করেন। তিনি বলেন এই ঘটনা পূর্বপরিকল্পিত ছিলো না।

আরও পড়ুনঃ ৩১ মার্চ থেকে ব্যাংকের আইডি কোড-সহ বেশ কিছু বদলের সিদ্ধান্ত

৮ মার্চ, ২০২১ আদালত জানায়,” পুলিশ আধিকারিককে খুন করা এবং পুলিশ কর্মীদের ওপর গুলি চালনার ঘটনায় আরিজ খান ও তার সঙ্গীদের অপরাধ সম্পূর্ণ প্রমাণিত।”

এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে এদিন অ্যাডিশনাল সেশন জাজ সন্দীপ যাদব ফাঁসির সাজা ঘোষণা করেন একই সঙ্গে ১১ লক্ষ টাকার জরিমানাও ঘোষণা করেন। পাশাপাশি, মৃত পুলিশ আধিকারিক মোহন চাঁদ শর্মার পরিবারের হাতে ১০ লক্ষ টাকা অবিলম্বে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here