ভারতীয় পেস বোলিংকে হুঙ্কার স্মিথের

0
63

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

ভারত ও অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভারতীয়দের জন্য অজি মিডিয়া।অস্ট্রেলিয়া দল ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের মাইন্ড গেম খেলা ও স্লেজিং সিরিজ শুরুর আগে থেকেই চালু থাকে।

steve smith | newsfront.co

এবারও শুরু হল মাইন্ড গেম। তবে একটু অন্যভাবে। এবার ভারতীয় পেসারদের দিকে রীতিমতো চ্যালেঞ্জ চুঁড়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সাধারণ ভাবে শান্ত স্বভাবের স্মিথ তাই তার থেকে ও হুঙ্কার শুনে অবাক সকলে।

২০১৮-১৯ মরসুমের ঐতিহাসিক টেস্ট জয়ের পিছনে বিরাট বাহিনীর তুরুপের তাস হয়ে উঠেছিলেন বুমরাহ, শামি, ইশান্তরা। এবার তাই আগাম চাপ দেওয়ার স্ট্র্যাটেজি নিলেন স্মিথ। টার্গেট করলেন ভারতীয় পেসার দের ইনিংসের শুরুতে শর্ট বলে স্মিথ সমস্যায় পড়েন, অতীতে সে দৃষ্টান্ত দেখা গেছে।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল ফুটবলারদের উৎসাহিত করতে অতীত গৌরবের ছবি দিলেন কোচ

সেই প্রসঙ্গ তুলে প্রাক্তন অজি অধিনায়ক জানাচ্ছেন, ‘‘অনেক সময়ই প্রতিপক্ষ আমাকে এভাবে আউট করতে চেয়েছে। তবে ওয়াগনার (নিউজিল্যান্ডের পেসার)যতটা সফল হয়েছে ততটা কেউ হতে পারেনি। মাথা ও পাঁজর লক্ষ্য করে বল করায় ও রীতিমতো দক্ষ। আমি এই মুহূর্তে বিশ্বের সকল বোলার দের বলই খেলেছি কিন্ত কেউ আমায় সেভাবে সমস্যায় ফেলতে পারে নি।”

স্মিথ আরও জানান, আর কেউই শর্ট বল করে তাঁকে সমস্যায় ফেলতে পারবে না। বরং সেই গেমপ্ল্যান বুমেরাং হয়ে যেতে পারে। স্মিথের কথায়, ‘‘যদি দলগুলি ওইভাবে আমাকে আউট করার চেষ্টা করে যায়, তাহলে আমাদের দলেরই লাভ। কেননা টানা শর্ট বল করলে শরীরে ধকল পড়বে।

আরও পড়ুনঃ দীপাবলিতে বিরাট বার্তা বাজি না ফাটানোর

আমি আমার জীবনে শর্ট বল অনেক খেলেছি। আমার এমন কিছু অসুবিধা হয়নি। দেখা যাক কী হয়।মনে হয় না ভারত কোনো সুবিধা করতে পারবে বলে বরঞ্চ আমাদের বোলার রা ভারতীয় ব্যাটসম্যান দের শর্ট বল দিয়ে চাপে ফেলবে।”

২৮ নভেম্বর থেকে দুই দলের একদিনের সিরিজ দিয়ে যাত্রা শুরু হলেও আসল লড়াই হবে টেস্ট সিরিজে মত ক্রিকেট প্রেমীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here