বোলপুরে ‘শাহি শো’, স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিযায়ী পাখির সাথে তুলনা বাউলদের! কটাক্ষ অনুব্রতর

0
105

পিয়ালী দাস, বীরভূমঃ

বোলপুরে পা রেখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হ্যালিপ্যাডে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখান থেকে নিয়ে সটান চলে যান বিশ্বভারতীর রবীন্দ্রভবনে। রবীন্দ্রভবন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন, আম্র কুঞ্জ, ছাতিমতলা, কাঁচঘর মন্দির, বাংলাদেশ ভবন, সবকিছু ঘুরে দেখেন তিনি।

Amit Shah's press conference | newsfront.co
সাংবাদিক সম্মেলনে অমিত শাহ। নিজস্ব চিত্র

বিশ্বভারতী সূত্রে খবর, অমিত শাহের সাথে ছিলেন বেশকিছু আশ্রমিক। এর মাঝে তিনি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণ একান্তে বৈঠক করেন। বৈঠক শেষে শ্যাম পার্টিতে চলে আসেন বাউল বাসুদেব দাসের বাড়িতে দুপুরের খাবার খেতে। মন্ত্রী অমিত শাহ তার বাড়িতে খেতে আসছেন তাই তিনি অত্যন্ত আপ্লুত৷ বাউল বাসুদেব দাস জানিয়েছেন, প্রথমে বাড়িতে থাকা শিব মন্দিরে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজাে দেবেন।

ইতিমধ্যে পুজোর জন্য বেলপাতা, গরুর দুধ, গঙ্গাজল সবকিছুর আয়োজন করা হয়েছে। দুপুরের খাবারে থাকছে সাবেকি বাঙালিয়ানা, ভাত, মুগের ডাল, পটল, বেগুন ভাজা, পোস্তোর বড়া, আলু পোস্তো, সব সবজির তরকারি, চাটনি, পাঁপড়, নলেনগুড়ের মিষ্টি, মুখসুদ্ধি। দুপুরের খাওয়ার পর্ব মিটে গেলে অমিত শাহের জন্য বাউল গান গাইবেন বাউল বাসুদেব দাস। এরপর তিনি চলে যাবেন একটি বেসরকারী হোটেলে বিশ্রাম নিতে।

আরও পড়ুনঃ ‘শুভেন্দু’ বিদায়ে হুড খোলা জিপে জামা খুলে ভোজপুরি ডিজে-নাচে সেলিব্রেশন মদন মিত্রের

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুরে পা রাখার সাথে সাথে ক্ষোভে ফেটে পড়লেন বাউল শিল্পীরা। সোনাঝুরির জঙ্গলে বাউল গান গেয়ে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি একজন বাউল শিল্পীর বাড়িতে ভাত খেয়ে রাঙ্গামাটির কয়েক হাজার বাউল শিল্পী দের অপমানিত করলেন, অমিত শাহের উচিত ছিল দেখা করা, কথা বলা, বাউলদের সমস্যার বিষয়টি শোনা।

তিনি তা না করে হঠাৎ করে পরিযায়ী পাখির মতো বোলপুরে এলেন সামান্য সময়ের জন্য একজনের বাড়িতে ভাত খেয়ে আবার চলে গেলেন। বাউল শিল্পীদের কোন সমস্যার সমাধান হলো না। পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর জন্য কয়েক লক্ষ বাউল শিল্পী আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে গেল। সে বিষয়ে কিছুই আমরা জানাতে পারলাম না।

আরও পড়ুনঃ জুতোর মালা-কুশপুত্তলিকা দাহ মেদিনীপুর জুড়ে ক্ষোভ শুভেন্দুকে ঘিরে

ধর্মদাস বাউল জানান,”পৌষ মেলা না হবার কারণে বাউল শিল্পী দের পথে বসতে হবে। কী করবো কিছুই বুঝতে পারছি না।” সাগর দাস বাউল জানান,দেশের মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ একজন দাঙ্গার মুখ।শান্তিনেকতনের শান্তির মাটিতে তার আগমন কে ধীক্কার জানাই।

বীরভূমে অমিত শাহের সফর নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিজেপির কাছে বিশ্বভারতী কে বিক্রি করে দিয়েছে। উপাচার্য বিজেপির দালাল। তাই উনার সম্পর্কে যত কম কথা বলা যায় ততই মঙ্গল।

পাশাপাশি তিনি এ অভিযোগ করেন বোলপুর শহরের অমিত শাহ যে পদযাত্রা করেছেন তাতে ঝারখন্ড থেকে লোক নিয়ে আসা হয়েছে। এদিকে সন্ধ্যা বেলাতে সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, বিভিন্ন সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গের স্থান গত ১০ বছরে ক্রমশ নিচের দিকে নেমেছে।

যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে সুশাসন এবং বেকার যুবকদের কর্মসংস্থান করতে হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ কে অনুরোধ করব, তারা যেন বিজেপি সরকার তৈরি করতে পশ্চিমবঙ্গে বিজেপিকে সাহায্য করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here