খালিদ মুজতবা, স্পোর্টস ডেস্কঃ
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। টানটান উত্তেজনায় শেষ হলো এবারের চ্যাম্পিয়ন্স লিগ। ১-০ গোলে পিএসজিকে পরাজিত করে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।বায়ার্নের হয়ে খেলার ৫৯ মিনিটে জয় সূচক গোলটি করেন কিংস্লে কোমান।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। বায়ার্ন গোলরক্ষক নয়্যার ও পিএসজি গোলরক্ষক নাভাস, দুজনকেই দিতে হয় কঠিন পরীক্ষা। প্রথমার্ধে পিএসজির নেইমার ও বায়ার্নের লেভানডোস্কি দুজনই হাতছাড়া করেন গোলের সুবর্ণ সুযোগ।
কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে কিংস্লে কোমানের এক মাত্র গোলের পর আসতে আসতে খেলা থেকে ছিটকে যেতে থাকে নেইমার বাহিনী। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই এর কাছে এবার ট্রফি জেতার সুযোগ বেশ কয়েকবার আসলেও তা অধরা থেকে যাই।
এর আগে ৫ বার এই শিরোপার স্বাদ পাওয়া বায়ার্ন মিউনিখের জন্য অবশ্য ফাইনালের অভিজ্ঞতাটা পুরোনো ছিল। ১২ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ৬ বার চ্যাম্পিয়ন বাভারিয়ানরা।
ফাইনালে ওঠার লড়াইটা বায়ার্ন মিউনিখ কিংবা প্যারিস সেইন্ট জার্মেই দু’দলের জন্যই ছিলো তুলনামূলক সহজ। কারণ সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ অলিম্পিক লিওঁ আর পিএসজির লিপজিগ। সেই লড়াইয়ে দু’দলই তাদের প্রতিপক্ষকে সমান ৩-০ গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে ওঠে।
কিন্তু ফাইনাল ম্যাচের সময় গড়ায় নির্ধারিত সময়ের শেষে আরো অতিরিক্ত ৫ মিনিট। শেষ মিনিটে খেলায় সমতা ফেরানোর শেষ সুযোগ নেইমারের আছে এলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিলিয়ান খেলোয়াড়।
আরও পড়ুনঃ আইসিসি-র হল অফ ফেমে জাহির আব্বাস, জ্যাক কালিস
শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নেয় বায়ার্ন মিউনিখ। আগামী বছর আট আগস্ট তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হবে পরবর্তী চ্যম্পিয়ান্স লিগের ফাইনাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584