অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
সাকিব আল হাসানের নিরাপত্তা রক্ষায় একজন গানম্যান নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাড়ি থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় তার সঙ্গে থাকবেন। এই খবরটা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।
আজ বুধবার নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিবের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও। বিসিবির তরফ থেকে সাকিবের জন্য একজন দেহরক্ষী দেওয়া হয়েছে। তার বাড়ি থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গানম্যান সাকিবের সঙ্গে থাকবেন।
আরও পড়ুনঃ করোনা পজিটিভ বাংলা-র অধিনায়ক
এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বসেরা ওয়ান-ডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক। রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় ফুরফুরে টিম কোহলি
সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপুজোর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে এই অলরাউন্ডারকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন। শুধু তাই নয়, এর পাশাপাশি সাকিবকে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করতে থাকেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584