অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
যা ভাবা হচ্ছিল ঠিক সেটাই হল ১০ নয়, আগামী বছরের আইপিএল হবে ৮ দলের। ২০২২ সাল থেকে আইপিএল হবে দশ দলের। বৃহস্পতিবার আহমেদাবাদে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমনটাই সিদ্ধান্ত হল।
দুটি দলের মধ্যে একটি নেওয়া হবে জয় শাহর আহমেদাবাদ থেকে আর একটা সম্ভবত পুনে। গত মাসে শুরু হয়ে নভেম্বর মাসে শেষ হল তাই হাতে সময় কম ও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সৌরভ গঙ্গোপাধ্যায়রা দল বাড়ালেন না।
আরও পড়ুনঃ জেটলির মূর্তি বসছে তাই পদত্যাগ বেদির
আরও পড়ুনঃ জয়দ্বীপের মধ্যস্থতায় মিটল ওয়াসিম-দীপেন্দুর দ্বন্দ্ব
এদিন বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা সর্বসম্মতিক্রমে বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হলেন। করোনা ও লকডাউনের সময়ে ক্রিকেটারদের ক্ষতি হওয়া আর্থিক অঙ্ক পুষিয়ে দেবে বোর্ড।
একইসঙ্গে আগামী আইসিসির বৈঠক যেখানে অলিম্পিকে ক্রিকেট অন্তৰ্ভুক্ত থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হবে সেই বৈঠকে ভারতের হয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি থাকবেন সৌরভ কোনো কারণে না থাকতে পারলে সচিব জয় শাহ থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584