১৭ অক্টোবর বোর্ডের মিটিং ইংল্যান্ড সিরিজ নিয়ে

0
68

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ এখনও অনিশ্চিত। সেটা আইপিএলের মতো সংযুক্ত আমিরশাহীতে সিরিজ সরিয়ে নিয়ে যাওয়ার কথা।

bcci | newsfront.co
সৌরভ গাঙ্গুলি, জয় শাহ। ফাইল চিত্র

একই সঙ্গে ১৯ নভেম্বের থেকে দেশের মাটিতে আদৌ ঘরোয়া ক্রিকেট হবে কি না সেটা নিয়েও প্রশ্ন। সেই সব নিয়ে আগামী ১৭ অক্টোবর অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ডাকল বিসিসিআই।

আরও পড়ুনঃ এ কোন সমাজ! ধোনির মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি

ভার্চুয়াল এই মিটিংয়ে আলোচনা হবে সেখানে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ ও দেশে ঘরোয়া ক্রিকেট হবে কিনা সেটা নিয়ে। প্রসঙ্গত আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ইংল্যান্ড ভারত সফরে এসে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যদি দুবাই তে না হয় তাহলে ভেন্যু হিসেবে মুম্বই ও আহেমেদাবাদের মোতেরা হতে পারে।

মুম্বইয়ে যেহেতু তিনটি আন্তর্জাতিক স্টেডিয়াম আছে ওয়াংখেড়ে, ব্রেবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম তাই মুম্বই এগিয়ে। আর শক্তিশালী বায়ো-বাবল তৈরি করে একই শহরে সিরিজ আয়োজন করা যেতে পারে তাই মুম্বাইতে হওয়ার সম্ভবনা সব চেয়ে বেশি, যদি না হয় বিকল্প ভেন্যু হিসাবে উঠে আসছে নতুন মোতেরা স্টেডিয়ামের নাম। এখন দেখার বোর্ড কর্তারা কি সিদ্ধান্ত নেয়!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here