করোনা আবহে আইপিএল, বোর্ডের লাভ 8 হাজার কোটি!

0
67

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

কেন করোনা কালেও আইপিএল করতে এতো মরিয়া ছিল বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড সেটা বোঝা গেল। আইপিএল করে করোনার আর্থিক মন্দাতেও ফুলে ফেঁপে উঠল ভারতীয় বোর্ড।

sourav ganguly | newsfront.co

করোনা মহামারির কঠিন সময়ে যখন আর্থিক দিক দিয়ে ঘোর সমস্যায় বিশ্বের প্রায় সমস্ত ক্রীড়া সংস্থা, ঠিক সেইসময় বিসিসিআইের কোষাগারে ঢুকল ৪ হাজার কোটি টাকা। যা অন্যসময়ের আইপিএলের থেকে খুব একটা কম নয়।

লকডাউন পরিস্থিতিতে বোর্ডের এই সাধের লিগ আয়োজন করাই কঠিন হয়ে দেখা দিয়েছিল। যাবতীয় প্রতিবন্ধকতা দূর করে বিসিসিআই আমিরশাহিতে সাফল্যের সঙ্গে আইপিএল করে সব কিছু উসুল করে নিল। বোঝাই যাচ্ছে যে, আইপিএল না হলে বিসিসিআইকেও অর্থিক দিক দিয়ে সমস্যায় পড়তে হতো।

আরও পড়ুনঃ সেঞ্চুরিয়নে বিশ্বকাপে সচিনের ইনিংসকেই সেরা বেছে নিলেন ইনজি

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমলই বলেন, “গতবারের তুলনায় এবার বিসিসিআই আইপিএল আয়োজনের খরচ ৩৫ শতাংশ কমিয়েছে। এমন মহামারির সময়েও বোর্ড ৪ হাজার কোটি টাকা আয় করেছে। আমাদের টিভি ভিউয়ারশিপ বেড়েছে ২৫ শতাংশ। টেলিভিশন দর্শকের নিরিখে আমাদের উদ্বোধনী ম্যাচ সর্বকালীন রেকর্ড করেছে। যাঁরা আইপিএল আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, তাঁরাই এখন আমাদের এসে শুভেচ্ছা জানাচ্ছেন। যদি আইপিএল না হতো, তবে ক্রিকেটারদের একটা বছর নষ্ট হয়ে যেত। বোর্ড সব সময় ক্রিকেটারদের পক্ষে।“

একটা কথা স্পষ্ট যে, শ্রীনি থেকে সৌরভ ললিত মোদীর সাধের লিগ যে সোনার ডিম, বোর্ড কর্তাদের কাছে তা পরিষ্কার। উল্লেখ্য, এবছর আমিরশাহীতে আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত ১৮০০ জনের করোনা টেস্ট করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here