নতুন দুই কো-স্পনসর পেল বিসিসিআই

0
99

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইপিএলের জন্য কো-স্পনসর পেয়ে গেলো বিসিসিআই। দুই কো-স্পনসর হল, ক্রেড আর আন অ্যাকাডেমি। এখন শুধু মূল স্পনসর অর্থাৎ টাইটেল স্পনসর ঘোষণা হওয়ার অপেক্ষা।

IPL | newsfront.co
সংবাদ চিত্র

আগামী কাল বিড জমা দেওয়ার শেষ দিন। আর ১৮ আগস্ট বোর্ডের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে নতুন টাইটেল স্পনসরের নাম। জগিয়েছে, ক্রেড এবং আন অ্যাকাডেমি-দুই সংস্থাই বোর্ডকে বছরে ৬০ কোটি টাকা করে দেবে।

আরও পড়ুনঃ এবার বিরাটদের সামলাতে হতে পারে আরও দ্রুতগামী স্টার্ককে

তবে শুধু কো-স্পনসর নয়, আন অ্যাকাডেমি টাইটেল স্পনসর হওয়ার জন্যও আগ্রহী তারা বিড পেপার ও তুলেছে। জিও, আনাদি, কোকাকোলাদের মতো কোম্পানিদের সঙ্গে তাঁদের জোর লড়াই হবে সেটা বলাই যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here