সাবা করিমের পর এবার আইসিএ চেয়ারম্যান অশোক কাটায় বিদ্ধ সৌরভরা

0
103

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই-র ছয়মাসের হানিমুন পিরিয়ড শেষ। আর তার পরেই একের পর এক কাঁটায় বিদ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটি। সাবা করিম অধ্যায় মিটতে না মিটতে এবার শুরু অন্য বিতর্ক, এবার কেন্দ্রে বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা।

Ashok Malhotra | newsfront.co
কোলাজ চিত্র

সুপ্রিম কোর্টের লোধা আইন বলে ভারতীয় ক্রিকেটারদের সংস্থা তৈরি হয়েছে। সেই সংস্থার অভ্যন্তরীণ কোন্দলে জেরবার ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ। বিতর্কের কেন্দ্রে আইসিএ প্রেসিডেন্ট অশোক মালহোত্রা। অশোককে কোণঠাসা করার চেষ্টা চলছে। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের দুই সদস্য প্রাক্তন দুই ক্রিকেটার আবার আইসিএ-র ডিরেক্টর বোর্ডে আছেন। তাঁরা ক্রিকেটারদের সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতা করছেন না বলে অভিযোগ।

Saurav Ganguly | newsfront.co
কোলাজ চিত্র

আরও পড়ুনঃ সৌরভদের চাপে পদত্যাগ সাবার

গোটা ঘটনায় বীতশ্রদ্ধ প্রাক্তন জাতীয় নির্বাচক অশোক। সেটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। মালহোত্রা যেখানে বিসিসিআই-এর বিরুদ্ধে পরোক্ষে অভিযোগ এনে বলেছেন, আইসিএ-কে সেভাবে কোনও সাহায্যই করছে না ভারতীয় বোর্ড। বরং তারাই লকডাউনের সময় ফান্ড তুলে দুঃস্থ প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের আর্থিক অনুদান দিয়েছেন।

বিসিসিআই-এর কাছে আইসিএ প্রেসিডেন্ট বেশ কয়েক দফা দাবি রেখেছেন। সমস্ত প্রাক্তন ক্রিকেটারদের জন্য পেনশনের ব্যবস্থা করার আবেদন যেমন করেছেন, তেমনই প্রয়াত ক্রিকেটারদের জীবিত স্ত্রীদের হাতে বিধবা পেনশন তুলে দেওয়ার আর্জিও জানিয়েছেন অশোক মালহোত্রা।

আরও পড়ুনঃ প্রত্যাশা মতোই ২০২২ সালে স্থগিত টি-২০ বিশ্বকাপ, আইপিএল নিশ্চিত

আইসিএ প্রেসিডেন্টের আরও দাবি, ন্যূনতম ২৫-এর বদলে ১০টা প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটারকেই পেনশন দিতে হবে। আর স্বাস্থ্য বিমার পরিমান ৫ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ করার দাবিও জানিয়েছেন মালহোত্রা। এমনকি ২০০৫ সালে নির্বাসন ওঠার পরেও মনোজ প্রভাকরের বেনাভোলেন্ড ফান্ড কেন রিলিজ করা হয়নি সেই প্রশ্নও তুলেছেন আইসিএ প্রেসিডেন্ট। এখন দেখার এই ঘটনা কিভাবে সামলান সৌরভরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here