নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হলেও এ বার ভারতেই আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তা চিন্তায় ফেলেছে সকলকেই। ইতিমধ্যেই ওয়াংখেড়ের ১০ জন মাঠকর্মী এবং ৬ জন আয়োজককর্মী আক্রান্ত। মুম্বইয়ে উপস্থিত থাকা দিল্লি ক্যাপিটালস দলের অক্ষর পটেলও আক্রান্ত করোনায়।
সারা দেশের মোট দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। লকডাউনও হতে পারে মহারাষ্ট্রে। এমন অবস্থায় ইনদোর, হায়দ্রাবাদের মাঠকে তৈরি রাখার ভাবনা বিসিসিআই-এর।
মুম্বইয়ে যদি লকডাউন হয় তবে সেখান থেকে ম্যাচ সরানো হতে পারে। অন্য কোনও শহরে করোনা বাড়লে সেখান থেকেও ম্যাচ সরানোর প্রয়োজন হতে পারে। তাই ইনদোর, হায়দ্রাবাদের মতো কিছু শহরকে তৈরি রাখার পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর।
আরও পড়ুনঃ সাংহাই র্যাঙ্কিং-এ শ্রেষ্ঠত্বের মুকুট কলকাতা বিশ্ববিদ্যালয়ের, প্রথম দশে নেই যাদবপুর
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-য়ের এক কর্মী বলেন, “লকডাউন হলেও দলগুলো জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে। মাঠে লোক আসবে না। তাই মুম্বইয়ে খেলা হতেই পারে। তবে পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় তার জন্য ইনদোরএবং হায়দ্রাবাদকে তৈরি রাখা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584