অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই ভারতের ভরাডুবি ৩৬ রানে গোলাপি বলে দ্বিতীয় ইনিংস শেষ করে লজ্জার ইতিহাস গড়ে ফেললো টিম ইন্ডিয়া। আর ভারতের এই ভরাডুবি দেখে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনব পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার।
সৌরভের বন্ধু রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের সঙ্গে পাঠাতে বলছেন সৌরভকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করানো মুখ্য নির্বাচক।
ভারতীয় ক্রিকেটের কর্ণেল জানান, “অস্ট্রেলিয়াতে ভারতের এই ভরাডুবি দেখার পর বিসিসিআইয়ের অবিলম্বে এখন রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়ায় ব্যাটিং পরামর্শদাতা হিসেবে পাঠানো উচিত। নেটে দ্রাবিড়ের উপস্থিতি ভারতীয় দলের ব্যাটিংয়ের উন্নতি করাতে সাহায্য করবে।
আরও পড়ুনঃ সিডনিতেই হবে তৃতীয় টেস্ট হবে
এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে এনসিএতে এমনিতেই চাপ কম, প্রায় বন্ধ রয়েছে। সেখানে দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠালে তিনি ভারতকে সহায়তা করতে পারবে। আমি সৌরভকে অনুরোধ করব ও যেন ভেবে দেখে রাহুলের সঙ্গে যেহেতু সৌরভ দীর্ঘ দিন খেলেছে সেই জায়গা থেকে ও বোর্ড সভাপতি ও একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এই পরিস্থিতি তে দ্রাবিড়ের কাজ উপলব্ধি করতে পারবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584