নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় মহিলা ক্রিকেটারদের আবেদন রাখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আমিরশাহীতে মহিলাদের আইপিএলও আয়োজন করা হবে। সৌরভ এদিন জানান, ‘আমিরশাহীতে মহিলাদল নামবে চ্যালেঞ্জার সিরিজে।‘
গত বছর বিসিসিআই আইপিএল চলাকালীন মহিলাদের আইপিএল আয়োজন করে। কিন্তু এবার পুরুষ দলের ম্যাচই করোনার জন্য অনিশ্চিত ছিল। এটা বড় পুরস্কার ঝুলনদের কাছে।
আরও পড়ুনঃ নিজের ছেলের ছবি পোস্ট পান্ডিয়ার
সৌরভের কথায় স্পষ্ট হয়ে গেল, যে হরমনপ্রীতদের জন্যও একইরকমভাবে চিন্তিত বোর্ড। তাঁদের ক্রিকেটে ফেরানোর চিন্তাভাবনাও চলছে। আরব আমিরশাহীতেই বসবে মহিলা আইপিএলের আসর। আইপিএল ১৩মরসুম শুরু ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ৮ অথবা ১০ নভেম্বর।
আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানে এলেন জবি
শোনা যাচ্ছে, সেখানে নভেম্বরের ১ থেকে ১০ তারিখের মধ্যে হবে চ্যালেঞ্জার সিরিজ। সৌরভ বলেন, “আমি নিশ্চিত করছি যে এবার মহিলা আইপিএল হবে। সেই সঙ্গে মহিলা জাতীয় দল নিয়েও আমাদের অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584