অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতের একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, পুনরায় কোয়ারেন্টিনে থাকার ভয়ে ভারতীয় দল চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন যেতে চাইছে না এবং তারা আবেদন করেছিল, যাতে চতুর্থ টেস্টের জন্য ভেন্যু পরিবর্তন করা হয়।
যদিও কুইন্সল্যান্ড সরকার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, কোনওমতেই চতুর্থ টেস্টের জন্য ভেন্যু পরিবর্তন হবে না এবং তাতে ভারতীয় দলের অসুবিধা থাকলে তারা নাই আসতে পারেন।
এবার এই নিয়ে বিসিসিআই এর একটি সূত্র নতুন একটা আপডেট দিল। তারা জানিয়েছে, এখনও অবধি ক্রিকেট অস্ট্রেলিয়াকে তারা কোনওরকম আবেদন করেনি ব্রিসবেন থেকে টেস্ট সরানোর বিষয়ে।
আরও পড়ুনঃ সুস্থ সৌরভ ম্যারাথনেও দৌড়াতে পারবে বলছেন ডক্টর শেঠি
এই নিয়ে জনপ্রিয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই এর সেই সূত্র জানিয়েছেন, এখনও তারা আরও কয়েক দিন অপেক্ষা করতে চান। এই নিয়ে তিনি বলেছেন, “এটা এখনো ভাসমান পরিস্থিতি। আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।”
আরও পড়ুনঃ মারাদোনা স্টেডিয়ামে টি টোয়েন্টি লীগ
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভারতীয় দল চতুর্থ টেস্টের জন্য ব্রিসবেনে রওনা হতে চায় না, বরং সিডনিতেই থাকতে চায়। এল মূল কারণ ভারতীয় দল আবারও কোয়ারেন্টিনে থাকতে চায় না। গত কিছুদিনে সিডনিতে করোনার সংক্রমণ যথেষ্ট বেড়েছে, এই অবস্থায় হতে পারে যে ব্রিসবেনে পৌঁছনোর পর দলকে আরও একবার কোয়ারেন্টিনে থাকতে হবে।
আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে তৃতীয় টেস্ট ম্যাচ এবং ব্রিসবেনে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে ১৫ তারিখ। এখন দেখার চতুর্থ টেস্ট নিয়ে কী হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584