নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আইপিএল না হওয়াতে অনেক ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। কিন্তু এবার সেই ক্ষতের অপর খানিকটা প্রলেপ পড়ল। একটি এস ক্রো একাউন্টতে পড়ে থাকা ৮০০ কোটি টাকা আসছে ভারতীয় ক্রিকেটের ঝুলিতে।
২০১০ সালে তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী ওয়ার্ল্ড স্পোর্টস টেলিকাস্ট গ্রপের সঙ্গে একটা চুক্তি করেন সেই বিষয়ে বিসিসিআইকে অন্ধকারে রেখে বিষয়টা একাই দেখছিলেন মোদী। সেই সময়ে বিসিসিআই সচিব এন শ্রীনিবাসন তিনি বোর্ড সিইও সুন্দর রমণের সঙ্গে আলোচনা করে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের থেকে সেই স্বত্ব কেড়ে নেন ও ললিত মোদীকে দুর্নীতির জন্য বোর্ড থেকে সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুনঃ কুম্বলেকে পায়নি তাই ধোনি সৌরভের থেকে এগিয়ে, মত গম্ভীর, শ্রীকান্তর
বিসিসিআই’র বিরুদ্ধে মামলা করে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ। অবশেষে দশ বছর পর সেই মামলার নিস্পত্তি হল। তিন অবসরপ্রাপ্ত বিচারপতির ট্রাইবুন্যালে জয় পেলো ভারতীয় বোর্ড। এস ক্রো একাউন্টতে পড়ে থাকা ৮০০ কোটি ব্যবহার করতে পারবেন সৌরভরা যার সুদ সহ হয়েছে ৮৫০ কোটি টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584