নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় বোর্ড পারেনি তবে আরএসএস-সহ একাধিক সংগঠনের চাপে আইপিএলের ১৩তম মরসুমের স্পনসরশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল চিনা মোবাইল কোম্পানি ভিভো। এই অর্থনৈতিক সংকটের সময়ে কারা স্পনসর করবে সেটা নিয়ে চিন্তা বিসিসিআই কর্তাদের। তবে তারা আশাবাদী খুব তাড়াতাড়ি তারা ঘোষনা করতে পারবে নতুন স্পনসরের নাম।
গত জুনে লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। তারপর থেকেই দেশজুড়ে চিনা পণ্য বয়কটের দাবি ওঠে। চাপে পরে কেন্দ্রীয় সরকার টিকটক-সহ একাধিক জনপ্রিয় অ্যাপস বন্ধ করে দেয়। সেখানে বিসিসিআই ভিভোকে আইপিএল স্পনসর রাখায় দেশ জুড়ে বিতর্ক হয়। শেষমেশ উত্তপ্ত পরিস্থিতি দেখে নিজেরাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিল ভিভো।
আরও পড়ুনঃ স্থগিত টি-২০ সিরিজ, আইপিএলে শুরু থেকেই ওয়ার্নার, রাসেলরা
যদিও আইপিএলের সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ ঘটছে না তাদের। টুর্নামেন্টের সঙ্গে আরও তিন বছরের চুক্তি বাকি। তবে কোম্পানি চলতি বছর দুই দেশের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে টাইটেল স্পনসর হিসেবে থাকতে চাইছে না। তাই তারা জানিয়েছে, এবছরের মতো বিরতি নিচ্ছে।
তবে মনে করা হচ্ছে এক ঢিলে দুই শিকার করলো তারা কারণ এবছর বিদেশে হওয়াতে কতটা লাভ আইপিএল থেকে উঠে আসবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এই সিদ্ধান্ত। মনে করা হচ্ছে বিসিসিআই কর্তারা ক্ষতি হলেও কোনো ভারতীয় স্পনসরের নাম ঘোষণা করবেন আইপিএলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584