অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু ভারত ও অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। তবে গাব্বায় আয়োজিত সেই টেস্ট ঘিরে অনিশ্চয়তার। সেখানকার কোয়ারেন্টাইনের নিয়ম মানতে রাজি নয় টিম ইন্ডিয়া। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর শর্ত দিল বিসিসিআই। ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে বোর্ড স্পষ্ট জানাল, ভারতীয় দল নতুন করে আর কোয়ারেন্টাইনে থাকবে না।
আসলে কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে করোনা নিয়ম ভাঙা ও রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ছবি সামনে আসে। এর মধ্যেই আবার কুইন্সল্যান্ড প্রশাসন জানিয়ে দেয়, কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আরও কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের।
আরও পড়ুনঃ দেশের জাতীয় সংগীত শুনে আবেগে কেঁদে ফেললেন সিরাজ
আর সেটা মানতে চায় না ভারতীয় দল। তারা স্পষ্ট জানায় যখন মাঠে দর্শক আসছে তারা নিয়ম মানবে না। তাই ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে অজি বোর্ডকে শর্ত দিল বিসিসিআই। তারা বলল, গাব্বাতে ভারত খেলবে কিন্তু কোয়ারেন্টাইন নিয়ম মানবে না। এখন দেখার ভারতীয় বোর্ডের দাবি মানে কিনা ক্রিকেট অস্ট্রেলিয়া!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584