নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সরকারি নিয়মের তোয়াক্কা না করে বৃষ্টির জলে জমে থাকা কাদার উপরে রাস্তার কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে গ্রাম পঞ্চায়েতে জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের কাজ সঠিক মানের হচ্ছে না বলে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তি।
বিডিও বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিলে ঐ ব্যক্তির বিরুদ্ধে চক্রান্ত মূলক রাজনীতির অভিযোগ তুলেছেন রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা দু’ভাগ হয়ে গিয়েছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের উড়িয়াটোল এলাকায়।
অভিযোগ, সরকারি নিয়মনীতি না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে উড়িয়া টোল সহ বেশকিছু এলাকার রাস্তাঘাটের কাজ করা হয়েছে। এমনকি জল নিকাশের ব্যবস্থা না করে জল কাদার উপর দিয়েই নিম্নমানের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রামগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল কার্যকরী সভাপতি মাহমুদ আলম।
আরও পড়ুনঃ চিনা আগ্রাসনের বিরুদ্ধে পথে শিক্ষকরা
তবে রামগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্না সিংহ বলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য সরকারি নির্দেশিকা মেনেই সঠিকভাবে কাজ করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এলাকার বাসিন্দা শাহনাওজ আলম জানান, “এ ধরনের অভিযোগ ঠিক নয়।
সঠিক মানের কাজই হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রধান এবং ইঞ্জিনিয়ারের নামে যেভাবে বিতর্ক ছড়ানো হচ্ছে তা ধারনার বাইরে। প্রধান ও ইঞ্জিনিয়ার সঠিক নিয়ম মেনেই কাজগুলো করছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584