লকডাউনে ইন্টারনেট নির্ভরতা বিপদ ডেকে আনছে না তো!- সাবধান থাকতে পরামর্শ

0
121

নাজমুল আলম, ওয়েবডেস্কঃ

দিন দিন করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এই বিশেষ পরিস্থিতির মোকাবিলায় সরকারকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির দিকে হাঁটতে হয়েছে। ফলে বাড়ছে ঘরে বসে কাজ করার প্রবণতা ইন্টারনেটকে সম্বল করে।

Work from home | newsfront.co
প্রতীকী চিত্র

পরিসংখ্যান বলছে এই সময় অনলাইন জালিয়াতির সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। এই সবকিছুকে মাথায় রেখে, স্বরাষ্ট্র মন্ত্রক জালিয়াতি রোখার জন্য নিরাপত্তা বিষয়ক কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো মাথায় রাখলে জালিয়াতি কিছুটা হলেও কমানো যাবে।

পরামর্শগুলি এইরকম

  •  সমস্ত ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
  •  সমস্ত অপারেটিং সিস্টেম এবং অ্যান্টিভাইরাস আপডেট করতে হবে।
  • পাবলিক এবং ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক এড়িয়ে চলতে হবে।
  • কোন ইমেইল এলেই চট করে খোলা যাবে না, প্রথমে যাচাই করে নিতে হবে।
  • অফিস সিস্টেম অ্যাক্সেস করার জন্য একটি নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।
  • প্রয়োজন না হলে দূরবর্তী অ্যাকসেস বন্ধ করে রাখতে হবে।
  • কাজের জন্য এবং অবসর যাপনের জন্য আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করতে হবে।
  • কাজের জন্য অফিসের দেওয়া ল্যাপটপ বা কম্পিউটারই ব্যবহার করা।

মোটামুটি ভাবে উপরিউক্ত নির্দেশগুলি মেনে চললেই বিপদের ঝুঁকি কমানো যেতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here