পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
বিজেপির প্রতিবাদ মিছিলে যাওয়ায় এক টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পৌরবাস স্ট্যান্ড এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ হাসপাতাল তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
এদিন দুপুরে টোটো চালকরা বিজেপি নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি রায়গঞ্জের কসবা মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়ের শেষ হয়। মিছিল শেষে টোটো চালক বিপ্লব রজক পৌর বাস স্ট্যান্ডে এসে তার টোটো নিয়ে ভাড়া নিয়ে গেলে পথ আটকে দাঁড়ায় তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ।কেন সে বিজেপির প্রতিবাদ মিছিলে গিয়েছিল সেজন্য তাকে বেধড়ক মারধোর করে।খবর পেয়ে বিজেপি সংগঠনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
সেখান থেকে ওই টোটো চালককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584