শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে মারধরের অভিযোগ

0
36

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

student injured | newsfront.co
নিজস্ব চিত্র

চতুর্থ শ্রেণীর এক পড়ুয়াকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে।

ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রামপঞ্চায়েতের পশ্চিম শ্রীধরপুরের পার্বতীপুর ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা।স্কুলের শিক্ষক সব্যসাচী গিরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর পড়ুয়া পুষ্পেন্দু তাঁতিকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠল।

Local person | newsfront.co
বুদ্ধদেব পাইক,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
father of injrued student | newsfront.co
গোপাল তাঁতি,আক্রান্ত পড়ুয়ার পিতা।নিজস্ব চিত্র

পুষেন্দুর পিতা গোপাল তাঁতি জানান যে,দুপুরে মিডডে মিল খাওয়ার পর খেলা করছিল সেই সময় সব্যসাচী বাবু পুষ্পেন্দুকে ডেকে ছড়ির বাড়ি বেধড়ক মারধোর করে।প্রচন্ড আঘাতে অজ্ঞান হয়ে পড়ে আক্রান্ত পড়ুয়া।তাকে পরে জল ঢেলে জ্ঞান ফিরিয়ে বাড়িতে পৌঁছে দিয়েই চলে যান অভিযুক্ত শিক্ষক।

আরও পড়ুনঃ তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

suspect teacher | newsfront.co
সব্যসাচী গিরি,অভিযুক্ত শিক্ষক।নিজস্ব চিত্র
Injured student | newsfront.co
পুষ্পেন্দু তাঁতি,আক্রান্ত পড়ুয়া।নিজস্ব চিত্র

পরে অবস্থার অবনতি হলে আক্রান্ত ছাত্রকে পরিবারের পক্ষ থেকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

অভিযুক্ত শিক্ষক সব্যসাচী গিরি জানান,পুষ্পেন্দু এক ছাত্রীকে কটু অশ্লীল কথা বলায় শাসন করতে গিয়ে এই ঘটনা ঘটে গেছে।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও ছাত্রদের মারধোরের অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা।

আক্রান্ত পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের কথা জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here