নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরে জেলার কুশমন্ডি ব্লকের ৭ নং কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েতের বারোঘরিয়া এলাকায় ডাইনি সন্দেহে আদিবাসী মহিলা ঝমরি হাসদা( ৪৭) ও তার স্বামী জার্মান টুডু (৫৫) কে বেধড়ক মারধর করে গ্ৰামবাসি।
এদিন কুশমন্ডি পুলিশ সূত্রে জানা যায় কুশমন্ডি ব্লকে কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েতের বারোঘরিয়া গ্ৰামে এক প্রৌঢ় নিতাই টুডুর শারীরিক অসুস্থতায় মৃত্যু হয়ে।
গ্ৰামবাসিরা বুধবারের সন্ধ্যায় আদিবাসী মহিলা ঝুমরি হাসদা ও জার্মান টুডুকে ডাইনি সন্দেহে বেধরক মারধর করে।আদিবাসী মহিলা তার স্বামীকে বাচাতে গেলে আক্রান্ত হয়ে।
আরও পড়ুনঃ আমডাঙ্গায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
ঘটনা স্থলে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্তিতি শান্ত করে দম্পতিকে উদ্ধার করে কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা জন্য তারপর গঙ্গারামপুর সুফার স্পেশালটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়
বর্তমানে আদিবাসী দম্পতি সেখানেই চিকিৎসাধীন।বারঘরিয়া এলাকায় আদিবাসী বর্তমান স্বাভাবিক রয়েছে সূত্র মারফত জানা গেছে স্থানীয় বাসিন্দারা আবারও দম্পতির গ্রামে ঢুকলে আক্রমণ করতে পারে এই আতঙ্ক রয়েছে জার্মান টুডু ও ঝামরি হাসদা।এই বিষয়ে জার্মান টুডু বলেন, “আমাদের ডাইনি সন্দহে বেধড়ক মারছে গ্ৰামবাসিরা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584