কালনায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
37

শ্যামল রায়,কালনাঃ

লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত।মঙ্গলবার কালনা ২ নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া গ্রামে এক তৃণমূল কর্মীকে রড এবং হাসুয়া দিয়ে কোপানো ও মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

জখম তৃণমূল কর্মীর নাম চিরঞ্জিত সরকার(৩৫)। বাড়ি পূর্ব সাতগাছিয়া গ্রামে।যুবকের বাবা রমেশ সরকার কালনা থানায় মারধর করার ঘটনা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী রমেশ সরকার জানিয়েছেন যে, ‘আমার ছেলে সোমবার দুপুরে গঙ্গার ঘাটে স্নান করবে বলে বসেছিল।

এস বি এফ ভাটা সংলগ্ন গঙ্গার ঘাটের স্নান করবে বলে একা বসে থাকার সুযোগ নিয়ে বিজেপি আশ্রিত কয়েক জন দুষ্কৃতী অতর্কিত এসে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে এবং হাসুয়া দিয়ে কানে হাতে এলোপাতাড়ি কোপায়।”

মারাত্মকভাবে জখম যুবককে স্থানীয় বাসিন্দারা দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে লোকসভা ভোটে বিজেপি শক্তি বৃদ্ধি হয়েছে ভেবে এলাকায় এলাকায় শান্তি বিঘ্নিত করছে এবং আমাদের কর্মী সমর্থকদের উপর লাগাতার ভাবে হামলা সংঘটিত করছে।

আমাদের রাজ্য জুড়ে যে উন্নয়নমুখী কর্মযজ্ঞ চলছে তার গতি স্তব্ধ করে দিতেই এবং এলাকায় অশান্তি তৈরি করতেই এই ধরনের কাজ করে যাচ্ছে বিজেপির লোক জনেরা।পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ও  জানিয়েছে।

অভিযোগকারী রমেশ সরকার জানিয়েছেন যে স্থানীয় চারজন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত ভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ এবং স্থানীয় জেলা সাধারণ সম্পাদক সুশান্ত পান্ডে জানিয়েছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আমাদের কর্মী সমর্থকদের উপর লাগাতার ভাবে হামলা সংঘটিত করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here