নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতে করোনা ভাইরাসের দাপটে অব্যাহত। যদিও বর্তমানে বেড়েছে সুস্থতার হার। কমেছে সংক্রামিত ও মৃতের সংখ্যা, তা স্বত্ত্বেও করোনা সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এই করোনা আবহে দেশজুড়ে ইতিমধ্যেই অনেক অনুষ্ঠানই কাটছাঁট করা হয়েছে।

সংক্রমণ ঠেকাতে এবার ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং রিট্রিট অনুষ্ঠানটি বাতিল করা হচ্ছে। সোমবার সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সূত্রে এই খবর জাননো হয়েছে।
প্রসঙ্গত, দেশজুড়ে মহামারীর প্রকোপের কারণে গত ৭ মার্চ থেকেই সাধারণের জন্য বিটিং রিট্রিট অনুষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসের দিন বিএসএফের তরফে ঘটা করে বিটিং রিট্রিট পালিত হয়। বহু মানুষ উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ ট্রাক্টর র্যালির ভবিষ্যৎ নির্ধারণ করবে পুলিশ, নির্দেশ সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, ১৯৫৯ সাল থেকে সাধারণতন্ত্র দাবসের দিন ওয়াঘা-আটারি সীমান্তে জয়েন্ট চেক পোস্টে(জেসিপি) বিটিং রিট্রিট পালিত হয়ে আসছে। বিএসএফের এক সিনিয়র কর্তা জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবার ২৬ জানুয়ারি সাধারণ মানুষের জন্য বিটিং রিট্রিট অনুষ্ঠানটি হবে না।
আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিন নেওয়ার পরই বিপত্তি, ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, মৃত ২
সেখানে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওইদিন জাতীয় পতাকা উত্তোলন করবেন বিএসএফরা এবং পরে আবার বিএসএফের তরফে নিয়ম মেনেই দিনের শেষে জাতীয় পতাকা নামিয়ে নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584