উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। জানা গেছে, স্পিকারের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিলেন।
জেলা তৃণমূলে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বেচারামের কোন্দল দীর্ঘদিনের। সম্প্রতি দলের ব্লক সভাপতি নির্বাচন ঘিরে সেই সঙ্ঘাত চরমে ওঠে। প্রকাশ্যে মুখ খুলে দল ছাড়ার কথা ভাববেন বলেও জানিয়েছিলেন রবীন্দ্রনাথ।
তৃণমূল সূত্রে খবর, বুধবার রাতে এই নিয়ে বেচারামকে ফোন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেচারামকে রীতিমতো নেত্রীর কাছে ধমক খেতে হয় বলে বেচারামের ঘনিষ্ঠরা জানাচ্ছেন।
আরও পড়ুনঃ কোচবিহারে সস্ত্রীক রাজ্যপাল, দেখা করলেন নিশীথের সাথে
এরপরেই বৃহস্পতিবার বিধানসভায় স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে এসেছেন বেচারাম। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান,”আমার কাছে কেউ পদত্যাগ পত্র পাঠাননি।“ বেচারাম মান্না ফোন ধরেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584