সরকারি নির্দেশে তালা ভেঙে বি এড কলেজে কোয়ারেন্টাইন সেন্টার

0
50

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

লকডাউনের মধ্যে শ্রমিক স্পেশাল ট্রেন চালু হওয়ার দরুন হাজারে হাজারে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন রাজ্যে। তাদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখার জন্য বেসরকারি পরিকাঠামো অধিগ্রহণ করার কথা নির্দেশ এসেছে রাজ্যের সব জেলায়। সেই নির্দেশ মেনে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য আলিপুরদুয়ারের জটেশ্বর দুই নম্বর গ্রামপঞ্চায়েতের ডালিমপুর এলাকার একটি বেসরকারি বি-এড কলেজ সরকারি ভাবে অধিগ্রহণ করেছিল ফালাকাটা ব্লক প্রশাসন।

quarantine | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু টানা দু’দিন ধরে কলেজ কর্তৃপক্ষ টাল-বাহানা করার পর বৃহস্পতিবার ওই কলেজের তালা ভাঙতে বাধ্য হন প্রশাসন। ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, ফালাকাটার আইসি দেবদিত্য বন্দোপাধ্যায় ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

BED college | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কন্টেইনমেন্ট এলাকাগুলির নজরদারিতে ড্রোনের সাহায্য নিচ্ছে রায়গঞ্জ পুলিশ

বিডিও সুপ্রতীক মজুমদারের অভিযোগ “প্রাথমিক অবস্থায় এলাকার জনগনকে উস্কে দিয়ে আমাদের সরকারি উদ্যোগকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপর রাজনৈতিক বাধাও আসে। সব কিছু মিটিয়ে ফেলার পর কলেজ কর্তৃপক্ষ কিছুতেই চাবি হস্তান্তর করতে চাইছিলেন না। শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে তালা ভাঙতে বাধ্য হয়।অতিমহামারীর সময় সরকারি নির্দেশ উপেক্ষা করা আইন ভঙ্গের সমান অপরাধ।” তবে বহুবার চেষ্টা করেও ওই কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here