শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপূজা। তাই জনগণকে রুষ্ট করে পুজো বন্ধ রাখার মত সিদ্ধান্ত নিতে চায়নি সরকার। যদিও মণ্ডপের বাইরে মানুষের গতিবিধির পরিসীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট।
তবে দৈনিক ৪০০০ আক্রান্ত সংখ্যা পেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি সামাল দিতে সরকারি হাসপাতালে ২ হাজারের বেশি বেড বাড়াল স্বাস্থ্য দফতর। অর্থাৎ করোনা সংক্রমণের সুনামি হবে ধরে নিয়েই প্রস্তুত থাকতে চাইছে স্বাস্থ্য দফতর।
প্রসঙ্গত, কেরলের ওনামের পর বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই প্রসঙ্গকে তুলে চিকিৎসক সংগঠনের তরফে একাধিক চিঠি দেওয়ার পাশাপাশি হাইকোর্টেও দায়ের হয়েছে মামলা। দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সে কারণে আগেভাগে বন্দোবস্ত করে রাখতে চাইছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষা কী নির্ধারিত সময়েই! পুজোর ছুটি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের
এদিন রাজ্যে ডাক্তারি পড়ুয়াদের জন্য আসন বাড়ানোর কথা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই নির্দেশে বাড়ল রাজ্যে করোনা চিকিৎসায় শয্যার সংখ্যা।
আরও পড়ুনঃ পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সতর্ক থাকুন! বাড়ি ফিরে জানালেন দিলীপ ঘোষ
রাজ্যজুড়ে কোভিড শয্যা বাড়ানো হল ১৬৩৯টি। সবকটিই বেড়েছে সরকারি হাসপাতালে। এর পাশাপাশি রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে অতিরিক্ত ৫৩৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে সংখ্যাটা ২১৭৪টি। তবে আগের মতই এখানে নিরখরচায় চিকিৎসা পাবেন রোগীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584