কলকাতায় একাধিক নতুন কোভিড হাসপাতালে বাড়ছে ৪ হাজার শয্যা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
147

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কলকাতার হাসপাতালে শয্যা সঙ্কট। শুধু কলকাতার মানুষজনই নন, ভিন রাজ্য থেকেও বিপুল পরিমাণ মানুষ কলকাতার বিভিন্ন হাসপাতালে আসছেন। তাই ফের কলকাতার বেশ কিছু হাসপাতালকে নতুন করে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করার পাশাপাশি আরও ৪০০০ শয্যা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইসলামিয়া হাসপাতালটা পুরোটা নিয়ে নিচ্ছি। ওখানে শুধু কোভিডেরই চিকিৎসা হবে। এছাড়াও শিয়ালদার কাছে আচার্য জগদীশচন্দ্র বসু রোডের উপর ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজকেও কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। এনআরএস হাসপাতালেও ১১০টি বেড বাড়ানো হচ্ছে কোভিড চিকিৎসার জন্য।

আরও পড়ুনঃ নির্দিষ্ট কিছু রুটে আন্তর্জাতিক বিমান চলাচল চালু হল আজ থেকে

মুখ্যমন্ত্রী আরও বলেন, একই সঙ্গে আমরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গেও কথা বলেছি। ডিসান হাসপাতাল আমাদের জানিয়েছে, ওরা আরও একটা বিল্ডিংয়ে কোভিড চিকিৎসার ব্যবস্থা করছে। ওখানেও কিছু বেড বাড়বে। তাছাড়া ঢাকুরিয়া আমরিকেও করোনা চিকিৎসার জন্য বেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়াও অনেক হাসপাতাল তাদের জায়গা অনুযায়ী বেড বাড়ানোর কাজ করবে।”

আরও পড়ুনঃ ১০ অগস্ট থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু অনলাইনে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে মুখ্যমন্ত্রীকে এই ব্যবস্থা করতেই হত বলে মত বিশেষজ্ঞদের। মুখ্যমন্ত্রীর দাবি, শহরের হাসপাতালগুলির পরিষেবা ভাল বলেই এত লোক কলকাতায় আসছেন। কলকাতাতে সবচেয়ে বেশি সংখ্যক লোকজন সুস্থও হচ্ছেন। মহামারী সংক্রমণে সাধারণ মানুষের পাশে আছে সরকার। পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবা দেশের মধ্যে সেরা বলেও দাবি করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here