নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ইদের আগের দিন দুঃস্থ মানুষদের নতুন পোশাক দিলেন মালদহের রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন। রবিবার কাহালা এলাকায় শিবির করে দুঃস্থ মানুষদের হাতে শাড়ি, লুঙ্গি দেওয়া হয়।
তার আগে শনিবার রাতেও কাহালা এলাকায় শতাধিক দুঃস্থ মানুষকে ইদ উপলক্ষে সিমুই, দুধ, চিনি, আটা দেন তিনি। রবিবার ৪৫০ জন দুঃস্থ মানুষকে নতুন পোশাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইয়াসিন বলেন, একেই মানুষের কাজ নেই।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের পাশে ‘রীতা’
ফলে উৎসবে নতুন পোশাক কেনার ক্ষমতা ওদের নেই। তাই সাধ্যমতো কিছু মানুষকে সাহায্য করেছি। উল্লেখ্য, লকডাউন শুরু হওয়ার পর থেকেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন রতুয়ার ওই তৃণমূল নেতা। তিনি ও তার স্ত্রী তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পায়েল খাতুন লকডাউনের শুরু থেকেই নানাভাবে অসহায় মানুষদের সাহায্য করে চলেছেন।
ইদের জন্য খাদ্যসামগ্রীর পাশাপাশি দুঃস্থদের নতুন পোশাকও বিলি করে চলেছেন তারা। এরমধ্যে তারা দু হাজারেরও বেশি অসহায় মানুষকে নতুন পোশাক দিয়েছেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584