ভোটের আগে হাতিঘিসায় ডিজিটাল গ্রামের উদ্বোধন আলু্‌ওয়ালিয়ার

0
42

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Before election Digital village Inauguration at aluolayer
নিজস্ব চিত্র

শুক্রবার রাজ্যের প্রথম ডিজিটাল গ্রামের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলু্‌ওয়ালিয়া।শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রামপঞ্চায়েত এই ডিজিটাল গ্রামের স্বীকৃতি পায়।এদিন মন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন।ডিজিটাল গ্রাম হবার ফলে ১৩০টি সরকারি পরিষেবা ওই এলাকার বাসিন্দা।

Before election Digital village Inauguration at aluolayer
নিজস্ব চিত্র

এর পাশাপাশি সেখানে ওই এলাকার বাসিন্দাদের বিভিন্ন সরকারি কাজে বাইরে যেতে হত এখন থেকে সেইটা গ্রাম পঞ্চায়েতে বসেই করা সম্ভব হবে।অর্থাৎ প্যানকার্ড থেকে শুরু করে ব্যাঙ্কের কাজও করা যাবে।এমনকি ওই এলাকার বাসিন্দা একমাস কোন টাকা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবে।তার পর থেকে প্রতিমাসে দশ টাকার বিনিময়ে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলোর প্রতি হোয়াটসঅ্যাপের সতর্কবার্তা

উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলু্‌ওয়ালিয়া জানান যে, আমি ৩১২টি স্কিম প্রায় ২৫ কোটি টাকার রিকোমেন্ট করেছি।ওই স্কিমের মধ্যে কোন কোন বিধানসভা কেন্দ্রে কোনটায় তিনকোটি কোনটায় সাড়ে চার কোটি টাকা করা হয়েছে।এই রকম করে দার্জিলিং জেলা থেকে শুরু করে উওর দিনাজপুর জেলার চোপড়া পর্যন্ত করা হয়েছে।

আর ৩১২ টি স্কিমের মধ্যে ২২৮ টি স্কিমের জেলাশাসক এখনও পর্যন্ত প্রোশেষ করেনি।একটা আমি বলছি না এমপি ল্যান্ডে দেওয়া আছে। এবং এই অসুবিধার সম্মুখীন আমি।তার সাথে সাথে বাবুল সুপ্রীয়,শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য এবং এই এলাকার এমএল শংকর মালাকারকে হতে হচ্ছে।

কারন যারা নন টিএমসিপি এমএল ও এমপি আছে তাদের স্কিম রিকোমেন্ট করার পরেও কোন কাজ হচ্ছে না। এক কথায় বাংলায় আমাদের কোন কাজ করতে দিচ্ছেন না।আর কোনও বিরোধী দলকে করতেও দেবে না যতদিন টিএমসির সরকার থাকবে।এর পাশাপাশি তিনি আরও বলেন যে চার জুন পর্যন্ত আমি দার্জিলিং জেলার নির্বাচিত প্রতিনিধি।আর আমাকে কেউ এর থেকে বাদ দিতে পারবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here