নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় ভারতীয় মজদুর সংঘের অনুষ্ঠানের অনুমতি না থাকায় প্যান্ডেল খুলে দিলো পুলিশ।
মঙ্গলবার ভারতীয় মজদুর সংঘের ৬৫ তম প্রতিষ্ঠা দিবসে হলদিয়ায় রক্তদান শিবির ও চারা গাছ বিলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার রাতে দুর্গাচক থানার পুলিশ এসে অনুষ্ঠানের অনুমতি না থাকার অভিযোগ তুলে জর পূর্বক প্যান্ডেল খুলে দেয় বলে অভিযোগ বি এম এসের।তাই মঙ্গলবার সকালে অস্থায়ী ভাবে দূর্গাচকে রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ করে।
তাদের অভিযোগ শাসক দলের মদতেই এই অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করা হয়। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলে সরকারি জায়গায় কোন অনুষ্ঠান করতে গেলে অনুমতি নিতে হয়।
প্রশাসন তার কাজ করেছে এর সঙ্গে দলের কোন যোগ নেই।তাছাড়া ওরা প্রচারের আলোয় আসতে চাইছে তাই এই সব করছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584