রাজ্যের তিন আসনে শুরু দ্বিতীয় দফার নির্বাচন,এক নজরে তিন আসন

0
58

ডেস্ক নিউজ,নিউজফ্রন্টঃ

নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী রাজ্যের তিন আসনে দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়েছে।আজ নির্বাচন হচ্ছে দার্জিলিং,জলপাইগুড়ি,রায়গঞ্জ তিনটি লোকসভা কেন্দ্রে।

Begin second phase election তিন লোকসভা কেন্দ্রের মোট ভোটার ৪৯ লক্ষ ৩২ হাজার ৩৪৬ জন।পুরুষ ভোটার ২৫ লক্ষ ২২ হাজার ৮৮৭ জন।মহিলা ভোটার ২৪ লক্ষ ৯ হাজার ৩৭২ জন অনান্য লিঙ্গের ভোটার ৮৭ জন।

তিনটি লোকসভা কেন্দ্রের মোট ৫৩৯০ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব।তিনটি লোকসভা কেন্দ্রে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।যার মধ্যে ১৩ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত।১৪ জন প্রার্থী কোটিপতি।

লোকসভা ভিত্তিক পরিসংখ্যানঃ

দার্জিলিং লোকসভা কেন্দ্র

মোট ভোটার : ১৬ লক্ষ ০০ হাজার ৫৬৪ জন।
পুরুষ : ৮ লক্ষ ৬০ হাজার ১১৮ জন।
মহিলা : ৭ লক্ষ ৯৩ হাজার ১১৮ জন।
বিশেষভাবে সক্ষম ভোটার : ৫৫৫১ জন
মোট বুথ : ১৮৯৯টি
কেন্দ্রীয় বাহিনী : ৫৭ কোম্পানি

প্রতিদ্বন্দ্বী প্রার্থী : অমর সিং রাই (তৃণমূল), সমন পাঠক (সিপিএম), রাজু সিং বিস্ত (বিজেপি), শঙ্কর মালাকার (কংগ্রেস)
সাতটি বিধানসভা : দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, চোপড়া, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া

বিদায়ী সংসদঃ এস এস অহলুওয়ালিয়া(বিজেপি)

জয়ের ব্যবধানঃ১ লক্ষ ৯৭ হাজার ২৩৯

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

মোট ভোটার : ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন।
পুরুষ : ৮ লক্ষ ৮৪ হাজার ৫৬৫ জন।
মহিলা : ৮ লক্ষ ৪৫ হাজার ২৪৫ জন।
তৃতীয় লিঙ্গ : ১৯ জন
মোট বুথ : ১৮৬৮
কেন্দ্রীয় বাহিনী : ৬১ কোম্পানি
সেক্টর অফিসার : ১৯৫
স্পর্শকাতর বুথ : ৩৫৪
রাজ্য পুলিশ : ১৫০০-১৭০০

প্রতিদ্বন্দ্বী প্রার্থী : বিজয় চন্দ্র বর্মন (তৃণমূল), ভগীরথ রায় (সিপিএম), ডাক্তার জয়ন্ত রায় (বিজেপি), মণিকুমার ডার্নাল (কংগ্রেস)

সাতটি বিধানসভা : কোচবিহার জেলার মেখলিগঞ্জ, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি ও মাল।

বিদায়ী সংসদঃবিজয় চন্দ্র বর্মণ(তৃণমূল)
জয়ের ব্যবধানঃ ৬৯ হাজার ৬০৬

রায়গঞ্জ লোকসভা কেন্দ্র

মোট ভোটার : সংখা ১৫ লক্ষ ৯৯ হাজার ৯৪৮ জন।
পুরুষ ভোটার : ৮ লক্ষ ৩০ হাজার ৩১৬ জন।
মহিলা ভোটার : ৭ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন।
তৃতীয় লিঙ্গ : ৪৮ জন।
মোট বুথ : ১৬২৩
কেন্দ্রীয় বাহিনী : ৬৪ কোম্পানি
মাইক্রো অবজারভার : ২৪৫
ইভিএম মেশিন : ২১২৯টি
ভিভিপ্যাট মেশিন : ২১৪৩টি

প্রতিদ্বন্দ্বী প্রার্থী : কানাইলাল আগরওয়াল (তৃণমূল), মহম্মদ সেলিম (সিপিএম), দেবশ্রী চৌধুরী (বিজেপি), দীপা দাশমুন্সি (কংগ্রেস)

আরও পড়ুনঃ শারীরিক প্রতিবন্ধী নির্বাচকদের ভোটদানের পরিকাঠামো পরিদর্শন

সাতটি বিধানসভা : ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘী, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ।

বিদায়ী সাংসদঃ মহম্মদ সেলিম (সিপিআই(এম))

জয়ের ব্যবধানঃ ১৬৩৪

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here