সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। একশো কোটি টাকা বাজেট নিয়ে এবারে শুরু গঙ্গাসাগর মেলা ।
মেলার নিরাপত্তা আটোসাঁটো করতে মেলা চত্বরে বসছে প্রায় হাজারটি সিসিটিভি। দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তীর্থসাথী নাম দিয়ে তৈরি হয়েছে মেগা কন্ট্রোল রুম।সেখান থেকেই মেলার বিভিন্ন প্রান্তে লাগানো প্রায় হাজারটি সিসিটিভি মনিটরিং করা হবে।এই মেগা কন্ট্রোল রুমে বসছে প্রায় পঞ্চান্নটি জায়ান্ট স্ক্রিন।এইসব স্ক্রিনেই ধরা পড়বে ওই সিসিটিভি ছবি। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে কচুবেড়িয়া ঘাট থেকে শুরু করে কপিল মুনির মন্দির, সমুদ্রের পাড় সহ মেলার প্রায় সব জায়গা সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে।কোথাও কোনওরকম বিশৃঙ্খলা ঘটলে,এই কন্ট্রোল রুম থেকে নির্দেশ যাবে পুলিশের কাছে।
এছাড়া জলপথে থাকছে বাড়তি নজরদারি।সাগরের মেলা প্রাঙ্গনে পূর্ব থেকে দক্ষিন পশ্চিম বরাবরি স্পিড বোডের মাধ্যমে চলবে নজরদারি।এছাড়া মুড়িগঙ্গা নদীতে বাড়তি নজরদারি রাখা হয়েছে জলপথে।চর সমস্যা এড়াতে ভেসেল বাড়ানো হয়েছে।১৪ তারিখে মকরসংক্রান্তির স্নান সারতে হাজির হয়েছে লক্ষাধিক তীর্থযাত্রী।সাধুদের সমাগমে ভরপুর হয়ে উঠেছে গঙ্গাসাগর।
আরও পড়ুন: শিক্ষামূলক ভ্রমণে দূষণ বিরোধী সচেতনতা প্রচার ক্ষুদে পড়ুয়াদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584