মদ্যপানের বিরোধিতা করায় স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ স্ত্রীর

0
45

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

beheading against her husband's opposition to alcoholism
আক্রান্ত গৃহবধূ।নিজস্ব চিত্র

মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধোর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমনকি শ্বশুর বাড়ির লোকেরাও মিলিত হয়ে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার মহদিপুর পঞ্চায়েতের কনকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।ইংরেজবাজার থানায় মৌখিক ভাবে বিষয়টি জানায় গৃহবধূর বাবার বাড়ির লোকেরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে জখম গৃহবধূর নাম প্রতিমা মন্ডল(২৪)। স্বামী নিতাই মন্ডল পেশায় শ্রমিক।বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর পঞ্চায়েতের কনকপুর গ্রামে।তাদের প্রায় দশ বছর আগে বিয়ে হয়।তাদের পরিবারে একটি সন্তান রয়েছে।প্রতিমার মায়ের বাড়ি ওই গ্রামেই।জানা গিয়েছে বিয়ের কয়েক বছর পর থেকেই মদ খেয়ে পরিবারে অশান্তি শুরু করে নিতাই মন্ডল। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই বিবাদ লেগে থাকত। বৃহস্পতিবার রাতে ফের মদ খেয়ে আসলে প্রতিবাদ জানায় প্রতিমা।এই নিয়ে শুরু হয় বিবাদ।অভিযোগ সেই সময় গৃহবধূকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা ব্যাপক মারধোর করে।স্বামী সহ শ্বশুর হরেণ মন্ডল শ্বাশুড়ি ও দেওর মিলে তাকে মারধোর করে সোনার গয়না ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বাবার বাড়ির লোকেরা জানতে পেরে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেলে নিয়ে আসে। তবে এখনো থানায় অভিযোগ জানানো হয়নি।

আরও পড়ুন: ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ সার্চ করলেই গুগলে ভেসে উঠছে সোনিয়া গান্ধীর নাম

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here