নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘সীমান্তে উত্তেজনার দায় সম্পূর্ণ ভারতের’- দাবি চিনের। ভারতের বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয় লাইন অফ কন্ট্রোলে চিন ক্রমাগত প্ররোচনা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই দাবি উড়িয়ে দিলো চিন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র , হুয়া চিনউইং বলেন এই ‘প্ররোচনা’ শব্দই প্রমাণ করছে ভারতের দোষী মনবৃত্তি।
ভারত নিজেদের দোষ ঢাকতে এই ধরণের অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করছে। ভারতীয় সেনাবাহিনী অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে দু’পক্ষের মধ্যে চুক্তি ভঙ্গ করেছে এক তরফা। তিনি বলেন, এই বছরের প্রথম থেকেই ভারতীয় সেনা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেই কারণেই সীমান্তে উত্তেজনার দায় ভারতকেই নিতে হবে।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্যাংগং লেকের দক্ষিণ সীমান্তে চিনা সৈন্য অনুপ্রবেশের চেষ্টা চালায় ঠিক এই ঘটনা তারা ঘটিয়েছিল মে মাসে প্যাংগং লেকের উত্তর সীমান্তে এবং বড় সংখ্যায় চিনা সৈন্য লাদাখের প্যাংগং লেকের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা চালালে ভারতীয় সৈন্য বাধা দেয়।
আরও পড়ুনঃ স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হল উহানে
দ্যা কমিউনিস্ট পার্টি গ্লোবাল টাইমস-এর ইংরাজি এবং চিনা এডিশনে বুধবারের সম্পাদকীয় লেখা হয়েছে এই বিষয় নিয়ে,’চীন বা ভারত দুপক্ষের কেউই তাদের ভূখণ্ডের বিন্দুমাত্র ত্যাগ স্বীকারে রাজি নয়, দীর্ঘ কয়েক দশক ধরে চলা এই সমস্যার সমাধানে।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে ফেক স্টোরির দৌরাত্ম! সতর্ক করল ফেসবুক-টুইটার
চিনা জনগণের কি বক্তব্য তা কোনোদিন এই বিষয়ে কোনোরকম সমস্যার সৃষ্টি না করলেও ভারত সবসময়েই উন্মত্ততা দেখিয়েছে; এবং ভারতের উগ্র জাতীয়তাবাদ সবসময় তাদের ক্ষতিই করেছে। ভারতের থেকে অনেক বেশি ক্ষমতাবান প্রতিবেশী রাষ্ট্র চীন। এরা দুপক্ষ মিলে সাধারণের উন্নতি অনেক ভালোভাবে করতে পারতো। কিন্তু ভারত যদি চিনকে তার কৌশলগত শত্রু ভেবে থাকে তাহলে তার ক্ষতি তাদের ভুগতেই হবে।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584