পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উলটে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস।আহত প্রায় ৪০ জন যাত্রী।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ভাঙ্গাপুর গ্রাম এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের কয়েকজনকে করণদিঘি গ্রামীণ হাসপাতাল ও বেশ কয়েকজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নবদ্বীপ-কোচবিহারগামী একটি বেসরকারি বাস খুব দ্রুত গতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।বুধবার সকালে করণদিঘি থানার ভাঙ্গাপুর গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে নয়নজুলিতে পরে যায়।ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।আহতদের প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ও পরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে।পুলিশ গাড়িটিকে আটক করেছে।পুলিশের প্রাথমিক অনুমান ঘন কুয়াশায় দেখতে না পেয়েই রাস্তা থেকে নীচে নেমে গেছে গাড়িটি।
আরও পড়ুন: দাড়িভিটে শুভেন্দুর সভা করতে না দেওয়ার চ্যালেঞ্জ মৃতের পরিবারের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584