মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বেলেঘাটা আইডি-তে গড়ে উঠছে দেশের প্রথম কোভিড গবেষণাকেন্দ্র

0
62

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে করোনা সংক্রমণ হানা দেওয়ার পর প্রথম লড়াই শুরু করেছিল বেলেঘাটা আইডি হাসপাতাল। তারপর থেকে এখন পর্যন্ত রাজ্যের ৮৩ টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। কিন্তু প্রথম থেকেই নিজস্ব পরিকাঠামো ঠিক রেখে মৃত্যু আটকানোয় লাগাতার চেষ্টা করে গিয়েছে এই হাসপাতাল বলে দাবি স্বাস্থ্য দফতরের।

Belaghata ID | newsfront.co
ফাইল চিত্র

তাই করোনা মহামারীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে ভারতের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালকে, এমনটাই সূত্রের খবর। প্রাথমিক পর্যায়ে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, বেলেঘাটা আইডিকে কোভিড চিকিৎসা সংক্রান্ত গবেষণাক্ষেত্রের উৎকর্ষকেন্দ্র বা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার কথা মাসখানেক আগেই মুখ্যমন্ত্রীই ঘোষণা করেছিলেন। স্বাস্থ্য দফতরের নির্দেশনামার পর গোটা রাজ্যের বাকি হাসপাতালের সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল এই হাসপাতালের মাধ্যমেই নির্ধারিত হওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত সিপিএম নেতা মহম্মদ সেলিম

প্রথম থেকেই ডেঙ্গু, ম্যালেরিয়া এবং বিভিন্ন সংক্রামক রোগের মূল চিকিৎসা কেন্দ্র ছিল এই হাসপাতাল। কোভিড সংক্রমণের ক্ষেত্রেও এই হাসপাতালকেই ‘সেন্ট্রাল ওয়ার রুম’ ধরে এগোতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর।

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘বেলেঘাটা আইডি হাসপাতালকে দেশের একমাত্র কোভিড গবেষণা কেন্দ্র হিসেবে আইসিএমআর-কে আবেদন করা হয়েছে। হাসপাতালের কয়েকটি প্রয়োজনীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখা হবে। সবুজ সঙ্কেত পেলেই পুরোদমে কাজ শুরু হবে। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল ও আরেকটি হাসপাতালের কথা ভাবা হছে।’

আরও পড়ুনঃ ফের রাজ্যের সম্পূর্ণ লকডাউনের দিনবদল

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নাইসেডের উপস্থিতিতে চলতি সপ্তাহে আইডি’র চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করা হবে। আলোচনার সবিস্তার রিপোর্ট আইসিএমআরে পাঠানো হবে। কোভিড হাসপাতাল ও গবেষণাকেন্দ্র হিসাবে গড়ে তুললে অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসার জন্য অন্য সরকারি হাসপাতালকে আইডি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে। সেখানে অন্য রোগীদের চিকিৎসা হবে।

ইতিমধ্যে দিল্লির এইমস, পুণের ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে তথ্য ও পরামর্শ নেওয়া হয়েছে। পুরোদস্তুর কোভিড রিসার্চ ও হাসপাতাল করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন হাসপাতালের কোভিড বিশেষজ্ঞদের আইডির সঙ্গে যুক্ত করা হবে। বেড থেকে মাইক্রোবায়োলজিস্টদের সংখ্যাও বাড়ানো হতে পারে। তবেই এই বিশাল কর্মযজ্ঞ সফল হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here