নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রসঙ্গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের বেলদা থানার সাউরিতে মামার বাড়িতে এসে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। নিখোঁজ নাবালিকার খোঁজ পেতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা।
পুলিশ অভিযোগ পেয়েও কোনো হস্তক্ষেপ করছে না বলে অভিযোগ এনে ওই নাবালিকার পরিজনেরা বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির সামনে আন্দোলন ও অবস্থান-বিক্ষোভ করে।
অবশেষে জোড়াগেরিয়া ফাঁড়ি ও বেলদা থানার পুলিশ তদন্ত চালিয়ে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ভেমুয়া গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে ওই নাবালিকা ও তার সাথে থাকা একটি ছেলেকে বুধবার রাতে উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুনঃ খড়িবাড়ি ধর্ষণ কান্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ আদিবাসী বিকাশ পরিষদের
বৃহস্পতিবার তাদের দুই জনকে দাঁতন আদালতে তোলা হয়। দাঁতন আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওই নাবালিকাকে তার বাড়ির লোকের হাতে ফিরিয়ে দেয় এবং অভিযুক্ত যুবককে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
নাবালিকাকে তার বাড়ির লোক ফেরত পেয়ে অত্যন্ত খুশি হয়ে পুলিশকে ধন্যবাদ জানান। বেলদা থানার পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন ওই নাবালিকার পরিবারের লোকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584