তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
আবহাওয়া দপ্তর পূর্বেই পূর্ভাবাস দিয়েছে যে রাজ্যের ১০ টি জেলাতে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদের। জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এখনো মাঠের ফসল মাঠেই পড়ে রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেওয়ার পর থেকে বেলডাঙা ১ নম্বর ব্লকের চৈতন্যপুর সহ বিভিন্ন এলাকায় চাষিরা তোড়জোড় শুরু করেছে চাষের জমির উৎপাদিত ফসল ঘরে তোলার। অধিকাংশ ধানের জমির ধান এখনো জমিতেই পড়ে রয়েছে।
চাষিরা ভয়ে ভীত হয়ে পড়েছেন যদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়ে তাহলে জমির ফসল আর কিছুই পাওয়া যাবে না। সেই ভয়ে ভীত চাষিরা যত তাড়াতাড়ি সম্ভব জমির ফসল যতটা ঘরে তুলতে পারা যায় তা নিয়ে সকাল থেকেই ব্যাস্ত। তাড়াতাড়ি করে জমি থেকে ধান কেটে ঘরে নিয়ে আসতে মরিয়া চাষিরা।
আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে পুরীর উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584