শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এমনিতেই অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থায় ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের মত করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের স্বাস্থ্যকর্মীরা।
তার মধ্যে অপর্যাপ্ত সরঞ্জাম এবং অস্বাস্থ্যকর ভাবে যাতায়াতে বিরুদ্ধে সরব হলেন বেলেঘাটা আইডি হাসপাতালে নার্সদের একাংশ। বুধবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে বেশ কিছু নার্স ও স্বাস্থ্যকর্মী সুপারের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন৷ তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করা হলে এই পরিস্থিতিতেও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
নার্স ও স্বাস্থ্যকর্মীদের দাবি, তাঁদের পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে না৷ বিশেষ ধরনের পোশাক এবং অন্যান্য নিরাপদ সরঞ্জামের অভাব রয়েছে। যে গাড়িতে করে করোনা আক্রান্তদের রাজারহাটে আইসোলেশনে পাঠানো হচ্ছে, সেই গাড়ি করেই তাঁদের বাড়ি ফিরতে হচ্ছে৷
এই পরিস্থিতিতে তাদের প্রয়োজনীয়তা চূড়ান্ত হলেও তাদের সুরক্ষার বিষয়টি মাথায় রাখছেননা হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি হাসপাতালের ক্যান্টিনে ঠিকমতো খাবার, জল পাওয়াও যাচ্ছে ।অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নার্স বা স্বাস্থ্যকর্মীদের একটি বাসের মধ্যে গাদাগাদি করে বাড়ি ফিরতে হচ্ছে। সরকার যখন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছে, তখন বাসে এইভাবে ফেরা যথেষ্ট যন্ত্রণাদায়ক বলে দাবি স্বাস্থ্য কর্মীদের।
সেই দাবিতেই বুধবার দুপুর থেকে কাজ জারি রেখেও প্রিন্সিপালের সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সরা এবং হাসপাতাল কর্মীরা।
দরজা বন্ধ করে ঘরের ভিতরে আটকে রয়েছেন সুপার এবং প্রিন্সিপাল। এর জেরে রীতিমতো অস্বস্তিতে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। বিক্ষোভের খবর পৌঁছেছে নবান্ন ও স্বাস্থ্যভবনে। এদিকে রাজ্যের একমাত্র করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট হাসপাতাল এর পরিষেবা থমকে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদেরও। দ্রুত বিষয়টি মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার রাত পর্যন্ত এই সমস্যা মেটেনি বলেই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584