কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
পরপর তিন বছর ধরে বিশ্ব ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখল বেলজিয়াম। প্রধানত গত বিশ্বকাপ ও নেশন কাপ সেমিফাইনালে পৌঁছনো, তাছাড়া কুয়েতে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে ফ্রান্সের চেয়ে ভালো ফলাফল করার জন্য বেলজিয়াম ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে এক নম্বরে।
ইতালি পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উন্নতি হয়েছে। এক থেকে দশ নম্বর যথাক্রমে বেলজিয়াম, দুই নম্বরে ব্রাজিল, তিনে ফ্রান্স চারে ইতালি, পাঁচে ইংল্যান্ড, ছয়ে আর্জেন্টিনা, সাতে স্পেন, আটে পর্তুগাল, নয়ে মেক্সিকো এবং দশ নম্বরে ডেনমার্ক রয়েছে।
🇧🇪 Belgium's reign continues 🥇
🇧🇷 Brazil pushing in challenge for top spot 💪
📈France, Italy and Spain climb within the top 10 🧗♂️
🌍 See where your team sit on the latest #FIFARanking 👇https://t.co/8U8WVGiaYo pic.twitter.com/6rrpdYWQ2m— FIFA.com (@FIFAcom) October 21, 2021
আরও পড়ুনঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি পেসার জেমস প্যাটিনসন
কাতারে ২০২২ বিশ্বকাপ ফুটবল ক্রিড়াসুচি আগামী এপ্রিল মাসে প্রকাশিত হবে। আফ্রিকার দেশগুলির মধ্যে একমাত্র সেনেগাল বিশতম স্থানে আছে। সম্প্রতি সাফ ফুটবল জেতার ফলে ভারত একধাপ উপরে উঠেছে। ১০৭ থেকে ১০৬ নম্বরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584