শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এবার করোনা পজিটিভ রিপোর্ট এল বেলেঘাটা থানার ওসি ও তাঁর পরিবারের ৬ সদস্যের। তাঁদের সংস্পর্শে আসা মানুষদের কোয়ারেন্টাইন করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে পার্কস্ট্রিটের এক ব্যাঙ্ককর্মীরও। যদিও স্বাস্থ্য ভবন এখনও এ বিষয়ে সরকারি ভাবে কিছুই জানায়নি।
সূত্রের খবর, সম্প্রতি বেলেঘাটা থানার ওই পুলিশ আধিকারিকের স্ত্রী একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরেই তাঁর করোনা উপসর্গ দেখা দেয়। তারপরেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার কয়েক দিন পরে ওই পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারের অন্য সদস্যদের শরীরেও মেলে সংক্রমণ। সকলকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ আমপান বিধ্বস্ত ধামুয়াঃ অতিক্রান্ত সাতদিন, কাঁদছে শিশু ত্রাণের মুখাপেক্ষী মা
অন্যদিকে পার্ক স্ট্রিটের শ্রীবৃদ্ধি ভবনের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক আধিকারিকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ওই বিল্ডিংয়েই কর্মরত আর এক ব্যাঙ্ক আধিকারিকের বাবার করোনায় আক্রান্ত হয়ে কিছু দিন আগে মৃত্যু হয়। এবার আক্রান্ত হলেন আরও এক ব্যাঙ্ককর্মী। এই ঘটনার পরে শ্রীবৃদ্ধি ভবন সিল করে কয়েক দফায় জীবাণুমুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584