নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতির কারণে লকডাউন জারি হওয়ায় গত ২৪ মার্চ থেকে বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। অবশেষে সমস্ত জট কাটিয়ে আজ, সোমবার থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে গেল বেলুড় মঠ। এবার বেশকিছু বিধিনিষেধ এবং নতুন নিয়মাবলী মেনে মঠে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের।
সোমবার থেকে মঠ খুলে গেলেও কমানো হয়েছে দর্শনার্থীদের প্রবেশ এবং বেরনোর সময়। বেলুড় মঠের নতুন নিয়মাবলী অনুযায়ী, সকাল ৯ টায় মঠে প্রবেশ করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা এবং বেলা ১১ টার মধ্যে মঠ থেকে বেরিয়ে যেতে হবে দর্শনার্থীদের। আবার বিকেল ৪ টের সময় মঠে প্রবেশ করতে পারবেন এবং সন্ধ্যে ৬ টার মধ্যে মঠ থেকে বেরিয়ে যেতে হবে সবাইকে।
আরও পড়ুনঃ মেট্রো ডায়েরির ৫০০ কোটির শেয়ার ৮৫ কোটিতে বিক্রির অভিযোগ, নবান্নের ৪ আমলাকে নোটিশ ইডির
মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই নানা ব্যবস্থা করা হয়েছে। একেবারে প্রবেশদ্বার থেকে মূল মন্দির পর্যন্ত ৬ ফুট দূরত্ব অন্তর দাগ কাটা নির্দিষ্ট পথ তৈরি করা হয়েছে। যাতে দর্শনার্থীদের পক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। মূল মন্দিরে প্রবেশের আগে হাতে স্যানিটাইজার দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584