গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলল বেলুড় মঠ

0
69

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:

belur math
সৌজন্যেঃ টেলিগ্ৰাফ

করোনা আবহের মধ্যেই গুরুপূর্ণিমা উপলক্ষে ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠের দরজা। তবে এই একদিনের জন্যই খোলা হল বেলুড় মঠ। সকাল থেকে ভক্তদের ভিড়। সম্পূর্ণ কোভিড বিধি মেনে মঠে প্রবেশ করানো হচ্ছে ভক্তদের। গুরুপূর্ণিমায় দুদফায় খোলা থাকবে বেলুড় মঠ। সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। মন্দির দর্শনের অনুমতি থাকলেও করোনা আবহে মহারাজদের দর্শন করতে পারবেন না ভক্তরা।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা হতে চলেছে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

এদিন মঠের মহারাজরা ভিডিও বার্তার মাধ্যমে তাঁদের ভক্ত ও দর্শনার্থীদের জন্য আশীর্বাদ পাঠাবেন। পাশাপাশি মঠের ভেতরে গুরুপূর্ণিমা উপলক্ষে বৈদিক মন্ত্র ও স্তোত্রপাঠ, ভজন, সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দ-সহ অন্যান্য স্বামীজীদের বাণী পাঠ করা হবে। এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। যা নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করবে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here