মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির কারণে গতবছরের মতো এবছরও দুর্গাপুজোয় ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা। করা যাবে না মহালয়ার তর্পণও। এমনকী ১০ নভেম্বর ছট পুজোর দিনও স্নান করা যাবে না বেলুড় মঠের ঘাটে। বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ সরে গেলেও তৃতীয় ঢেউ আছড়ে পরার একটা আশঙ্কা রয়েই গেছে। আর পুজোর দিনগুলোয় বেলুড়মঠে মাত্রাতিরিক্ত ভিড় হয়।
করোনা পরিস্থিতিতে সেই ভিড় এড়াতেই এবার কড়া ব্যবস্থা নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। আগামী ৯ অক্টোবর, চতুর্থীর দিন থেকেই বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে৷ ১৬ অক্টোবর, একাদশীর দিন পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা৷ অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো হবে। তবে পুরোটাই ভারচুয়ালি দেখতে পারবেন দর্শনার্থীরা৷
ইতিমধ্যেই পুজোর নির্ঘন্ট প্রকাশ করেছে মঠ কর্তৃপক্ষ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী ২৫, ২৬ ও ২৭ আশ্বিন, ১৪২৮ অর্থাৎ ১২, ১৩ ও ১৪ অক্টোবর, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ সাড়ে চার মাস বন্ধ থাকার পর খুলল শিলিগুড়ির বেঙ্গল সাফারি
মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, গতবছরের মতো এবারও ভক্তরা মঠে প্রবেশ করে পারবেন না ঠিকই তবে ওয়েবসাইটে পুজো দেখতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা। শুধু তাই নয়, ভক্তরা চাইলে অনলাইনের মাধ্যমে প্রণামীও পাঠাতে পারেন। ভক্তদের সুবিধার্থে প্রণামী পাঠানোর অনলাইন লিঙ্কও দিয়ে দিয়েছে মঠ কর্তৃপক্ষ।
অনলাইন-এ প্রণামী পাঠানোর লিঙ্ক : https://donations.belurmath.org
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584