মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা আবহে একদিনের জন্য খুলবে বেলুড় মঠ। আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমা উপলক্ষে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বেলুড় মঠের দরজা। কোভিড মেনেই মঠে প্রবেশ করতে হবে ভক্তদের। এমনটাই জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
বুধবার একটি ভিডিও বার্তায় মঠের পক্ষ থেকে স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানান, আগামী গুরুপূর্ণিমার দিন সমস্ত ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হবে। করোনা বিধি মেনে মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।
তবে মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। তাঁরা ভিডিও বার্তায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য আশীর্বাদ করবেন। ওই দিন মঠে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, শ্রী শ্রী মা ও অন্যান্য স্বামীজিদের বক্তব্য পাঠ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি শোনানোর ব্যবস্থার থাকবে। এই অনুষ্ঠান বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুনঃ করোনা বিধি বাড়ল ৩০ জুলাই পর্যন্ত, লোকাল ট্রেনে ‘না’, মেট্রোতে মিলল ছাড়
করোনা পরিস্থিতি জেরে আগামী ২২ শে এপ্রিল থেকে মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম করোনা বিধি মেনেই খুলেছিল বেলুড় মঠ। ভক্ত এবং দর্শনার্থীরা সব মন্দিরে প্রবেশাধিকার পেলেও মন্দিরে বসা, মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া ইত্যাদি বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি, কোভিড বিধি মেনে নির্দিষ্ট সময়ে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্তে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584